প্রতিশ্রুতিশীল, মেধাবী ও সাহসী জনসংখ্যার এ বিরাট অংশকে উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূল ধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে। দেশ গঠনে যুব সমাজের দ্বায়িত্ববোধ জাগ্রত করা, গঠন মূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখল কর্মীবাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে।
১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। সে ধারাবাহিকতায় তখনি মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় ও ৬ টি উপজেলা স্থাপন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২ মাস ১৫ দিন।
প্রশিক্ষণ শুরুর সময় ঃজুলাই, অক্টোবর,জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।
আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ
মেয়াদ-৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-৩০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা -এইস এস সি পাশ।
কোর্স ফি – ৫০০ টাকা।
৩। পোষাক তৈরী (মহিলাদের জন্য)।
মেয়াদ – ৪ মাস
প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
আসন সংখ্যা- ৪০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৫০ টাকা।
৪। মৎস্য চাষ
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০ টাকা।
৫। কম্পিউটার।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৪০ জন।
শিক্ষাগত যোগ্যতা – এইস এস সি শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৭। ইলেক্ট্রনিক্স।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রশিক্ষণ সমুহ গ্রহণে আগ্রহী মুন্সীগঞ্জ জেলার বেকার যুব/যুব মহিলা গন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
টেলিফোন 02-7620771, E-mail- quamrul_youth@yahoo.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
----------------------------------------
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহণে খরচ ও সময় কম হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
পারিবারিক হাঁস মুরগি পালন
গরু মোটা-তাজা করন।
গাভি পালন।
বসত বাড়ীতে সবজী চাষ।
নার্সারি বনায়ন।
ছাগল পালন।
মৎস্য চাষ।
পোষাক তৈরি।
এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয় । যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,কোর্ট বিল্ডিং শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ঋন কর্মসূচি
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে ।
১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ
ব্যক্তি ঋন/যুব ঋন ঃ- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভ জনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয় । ব্যক্তি শ্রেণী ঋন আবার দুই প্রকার।
1) প্রাতিষ্ঠানিক ঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে ৩ বার ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান যথাক্রমে ৬০,০০০/-, ৮০,০০০/- ও ১,০০০০০/- লক্ষ টাকা।
2) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৪০০০০/-,৫০০০০/,৬০০০০/ হাজার টাকা এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।
সফল ভাবে ঋন পরিশোধ কারীকে ৩ বার ঋন প্রদান করা হয় । ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ০৫% যা ক্রমহ্রাসমান হারে নির্ধারিত হয়।
গ্রুপ ঋন
প্রতিজন সদস্যকে যথাক্রমে ১ম দফায় ১২০০০/, ২য় দফায় ১৬০০০/,ও ৩য় দফায় ২০০০০/ টাকা ঋন দেয়া হয় । সার্ভিস চার্জ ৫%।
যুব সংগঠন তালিকা ভূক্তিকরণঃ
--------------------------------
বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের দায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর পালন করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী হিসেবে যুব সংগঠন তালিকাভূক্তি করে।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
শ্রীনগর, মুন্সিগঞ্জ।
যুব সংগঠনকে অনুদান প্রদানঃ
-------------------------------
যুব সংগঠন সমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয় । তা ছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয় ।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় শ্রীনগর, মুন্সীগঞ্জ।
জাতীয় যুব পুরস্কার-
-------------------
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে সে সকল যুব/যুব মহিলা প্রকল্প গ্রহন কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয় ।
যোগাযোগের ঠিকানা- উপ-পরিচালক
উপ-পরিচালক (জেলা কার্যালয়।)
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
শ্রীনগর, মুন্সীগঞ্জ।
তথ্য প্রদান-
------------
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য প্রদান করা হয়ে থাকে।
যোগাযোগের ঠিকানাঃ সহকারী পরিচালক, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা , শ্রীনগর, মুন্সীগঞ্জ।
বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ
-----------------------------------
সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা যাবে।
মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮ মতিঝিল
বা/এ ঢাকা।
অথবা
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
যুবদের আত্বকর্মী হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কর্তৃক জেলার কর্মপ্রত্যাশী বেকার যুবদের মুলতঃ উদবুদ্ধুকরণ, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এ সংক্রান্ত সকল তথ্যাদি সহ আরো যে সকল সেবা প্রদান করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো ।
সিটিজেন চার্টার
----------------
যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ কর্তৃক প্রদত্ত সেবা কার্যক্রম ।
যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা প্রদান করে থাকে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
---------------------------------
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
---------------------------------
ট্রেডের নামঃ
১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদ ঃ ২ মাস ১৫ দিন।
প্রশিক্ষণ শুরুর সময় ঃজুলাই, অক্টোবর,জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।
আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয় ।
২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ
মেয়াদ-৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-৩০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা -এইস এস সি পাশ।
কোর্স ফি – ৫০০ টাকা।
৩। পোষাক তৈরী (মহিলাদের জন্য)।
মেয়াদ – ৪ মাস
প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
আসন সংখ্যা- ৪০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৫০ টাকা।
৪। মৎস্য চাষ।
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০ টাকা।
৫। কম্পিউটার।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৪০ জন।
শিক্ষাগত যোগ্যতা – এইস এস সি শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ।
মেয়াদ -৬ মাস ।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৭। ইলেক্ট্রনিক্স।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রশিক্ষণ সমুহ গ্রহণে আগ্রহী মুন্সীগঞ্জ জেলার বেকার যুব/যুব মহিলা গন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ।
টেলিফোন; 02-7620771, ই মেইল- quamrul_youth@yahoo.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যাবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
পারিবারিক হাঁস মুরগি পালন
গরু মোটা-তাজা করন।
গাভি পালন।
বসত বাড়ীতে সব্জী চাষ।
নার্সারি বনায়ন।
ছাগল পালন।
মৎস চাষ।
পোষাক তৈরি।
এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সংশ্লিষ্ট উপজেলা, মুন্সীগঞ্জ।
কর্মসূচি সমূহ
---------------
রাজস্ব কর্মসূচি:
-----------------
১. ন্যাশনাল সার্ভিস কর্মসূচিঃ
২. দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মসূচিঃ
ক)পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি।
খ)যুব প্রশিক্ষণ ও আত্বকর্মসংস্হান ।
ঋণ গ্রহিতার যোগ্যতাঃ
যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
প্রকল্পটি সম্ভসব্যতা যাচাইয়ে (পরিদর্শন) যোগ্য হতে হবে।
প্রস্তাবিত প্রকল্পটির গ্রহণযোগ্যতা থাকতে হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেড সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ করতে হবে।
প্রশিক্ষণ শেষে ৩ বছরের মধ্যে ঋণের আবেদন করতে হবে।(নিজস্ব বিনিয়োগে চলমান প্রকল্পের ক্ষেত্রে সময় শিথিল যোগ্য)
গৃহিত প্রকল্পের ২০% কাজ নিজের অর্থে সম্পন্ন করতে হবে।
ঋণ পাওয়ার প্রক্রিয়াঃ
সাদাকাগজে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর আবেদন দিতে হবে।
৭ দিনের মধ্যে প্রকল্প পরিদর্শনের তারিখ আবেদনকারীকে জানিয়ে দেয়া হবে।
ক্রেডিট সুপারভাইজার পরিদর্শন পূর্বক মতামত ঐ দিন বা তারপর দিন করমকর্তার নিকট পেশ করবেন।
মতামত প্রাপ্তির ৭ দিনের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুনরায় প্রকল্প পরিদর্শন করবেন।
প্রকল্পটি ঋণ প্রদানের যোগ্য হলে আবেদনকারীকে ২০ টাকা মূল্যে এক সেট আবেদন ফরম দেয়া হবে।
আবেদন ফরম যথাযথ পুরন পূর্বক সাথে যা দিতে হবে
১। সদ্য তোলা ৩কপি পাস পোর্ট সাইজ সত্যায়িত ছবি
২। নগরিকত্ব সনদ
৩। প্রশিক্ষণের সনদ
৪। ব্যাংক একাউন্ট নং
৫। ঋণ ব্যবহারের জন্য নির্ধারিত সম্পত্তির মালিকানা সমর্থনে জমির মূল দলিল/দলিলের সার্টিফাইড কপি/হাল নাগাদ পর্চা ও দাখিলা জমা দিতে হবে
৬। প্রকল্পের জমি নিজস্ব না হলে ইজারার চুক্তি পত্র দাখিল করতে হবে ইজারা মেয়াদ কমপক্ষে ৩ বছর হতে হবে
৭। ইজারা চূক্তি বাতিলের আগে যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আলোচনার বিষয়ে লিখিত অঙ্গীকার নামা থাকবে
৮। আবেদন পত্রের সাথে প্রকল্পের বিবরণসহ তথ্যাদি দাখিল করতে হবে।
জামিনদারের যোগ্যতাঃ
ঋণ গ্রহিতার পিতা/মাতা বা নিকট আত্বীয়দের মধ্যে যার নিজস্ব সম্পত্তি আছে যার বর্তমান বাজার মুল্য প্রস্তাবিত ঋণের ২ গুন
স্থাবর অস্থাবর সম্পত্তি নেই এমন কোন ঋণ গ্রহিতার পিতা/মাতা/নিকট আত্বীয় যদি সরকারী কর্মচারী হোন তা হলে তার নিয়ন্ত্রকারী কর্মকর্তার মাধ্যমে ঋণগ্রহিতার জামিনদার হতে পারবেন।
পরিবারভিত্তিক ঋণঃ ১ম ধাপ।
সদস্য বাছাই পদ্ধতিঃ
*উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক তাঁর কর্ম এলাকায় আর্থ-সামাজিক জরিপ সম্পাদন।
*টার্গেট গ্রুপ নির্ধারণ।
*চিহ্নিত সদস্যদের সাথে কমপক্ষে ৩ টি উঠান বৈঠক।
*কর্মসূচির উদ্দেশ্য, নিয়মাবলী ও করণীয় অবহিত করন।
গ্রুপ সদস্যের যোগ্যতাঃ
*প্রাথমিক জরিপকৃত পরিবারের সদস্য।
*১৮ থেকে ৪৫ বছরের কর্মক্ষম (পরিবার প্রধানের বয়স শিথিলযোগ্য)।
*বার্ষিক আয় ২৫০০০/টাকার কম।
*স্থাবর,অস্থাবর সম্পত্তির মূল্য ২০০০০০/(দুই লাখ)টাকার কম।
*নিম্ন পেশাজীবী অগ্রাধিকার (জেলে, কামার, কুমার ও তাঁতী ইত্যাদি)।
*স্বাক্ষর জ্ঞান থাকা আবশ্যিক।
*নাগরিকত্ব সনদ।
গ্রুপঃ
*একই পরিবারের বা প্রতিবেশী সহ ৫ জন নিয়ে ১ টি গ্রুপ ।
*প্রত্যেক সদস্য পরস্পরের প্রতি শ্রদ্ধ্যাশীল ও দায়বদ্ধ থাকবে।
*জরিপ শেষে ১৫ দিনের মধ্যে গ্রুপ গঠন হবে।
*শুধু মহিলা সদস্য নিয়ে ও গ্রুপ হবে।
*গ্রুপের এক জন প্রধান থাকবে।
*গ্রুপ সদস্য সাপ্তাহিক সভায় উপস্থিত থাকবেন।
*ঋণ ব্যবহারের নিয়মাবলী, পরিশোধ ও গ্রুপের শৃংখলা বজায় রাখা সদস্যের কর্তুব্য।
গ্রুপ প্রধানঃ
*পরিবার প্রধান বা বয়োজ্যেষ্ঠ আস্থাশীল ব্যক্তি অথবা গ্রুপের মধ্যে নির্বাচিত।
গ্রুপ প্রধানের দায়িত্ব ও কর্তব্যঃ
*সদস্যদের জন্য ঋণের সুপারিশ করা।
*গ্রুপে নেতৃত্ব ও পরামর্শ প্রদান।
*ঋণ ব্যবহার ও পরিশোধ নিশ্চিত করা।
*সদস্যদের নিয়মিত সাপ্তাহিক সভায় উপস্থিত করা।
*উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহনের উদ্যোগ গ্রহন করা।
*সমন্বয় করা।
সদস্য পদ শূন্য, ত্যাগ ও বহিস্কারঃ
*মৃত্যু, পদত্যাগ বা বহিস্কারের ফলে সদস্য কমে গেলেও বাকী সদস্য দিয়ে গ্রুপ পরিচালিত হবে।
*গ্রুপ, সমাজ, রাষ্ট্র বিরধী বা অনৈতিক কার্যকলাপে বহিস্কার করা হয় আর স্বেচ্ছায় পদত্যাগ করা যায়।
*স্বেচ্ছায় পদত্যাগ কারী তাঁর সঞ্চয়ের সুদ সহ ফেরত পায় বহিস্কৃত সদস্য সুদ ছাড়া সঞ্চয় ফেরত পায় ।